
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের পাঁচটি আসনে নির্বাচনী প্রচারনা জমে উঠেছে। নির্বাচনের আর মাত্র ৭দিন বাকি থাকলেও সম্ভাব্য বিজয়ী প্রার্থীরা নিজের প্রতীকে ভোট চাওয়ার চাইতে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে প্রচার প্রচারনায় উৎসাহ প্রদান করে চলেছেন। বিশেষ করে নারায়ণগঞ্জের ২টি আসনে প্রার্থীরা নিজেদের মার্কায় ভোট চাওয়ার চাইতে ভোটাররা যাতে ভোর থেকে উপস্থি হয়ে ভোটাধিকা প্রয়োগ করে সেদিকে প্রচার প্রচারনায় জোর দিচ্ছেন। এমনকি ভোটার উপস্থিতি বাড়াতে এই ২ আসনের দুৃই প্রার্থী তাদের কর্মী সমর্থকদের সেই ভাবেই নির্দেশনা দিয়ে চলছেন। নারায়ণগঞ্জের ৫টি আসনে মোট প্রার্থীর সংখ্যা ৩৪জন। নারায়ণগঞ্জ-৪ ও নরায়ণগঞ্জ-৫ আসনে শামীম ওসমান এবং সেলিম ওসমানের বিজয় অনেকটা নিশ্চিত হলেও রূপগঞ্জ, সোনারগাঁ ও আড়াইহাজার আসনে প্রতিদ্ব›দ্বীতা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে ত্রীমুখি লড়াই হওয়ার সম্ভাবনাই বেশী। এ আসনে পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীর (বীর প্রতীক)এর সাথে তৃনমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভ’ইয়ার হাড্ডাহাড্ডি লড়াই হবে। আড়াইহাজারে বর্তমান এমপি নজরুল ইসলাম বাবুর সাথে জাপার প্রার্থী আলমগীর সিকদার লোটনের লড়াই হওয়ার সম্ভাবনা থাকলেও এই আসনে নজরুল ইসলাম বাবুর সম্ভাবনাই বেশী বলে এলাকার ভোটাররা মন্তব্য করেছেন। সোনারগাঁ আসনে আওয়ামীলীগের কায়সার হাসনাতের সাথে জাপা প্রার্থী লিয়াকত হোসেন খোকার হাড্ডাহাড্ডি লড়াই হবে। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের শামীম ওসমানের সাথে এবং সদর-বন্দর আসনের সেলিম ওসমানের সাথে তেমন কোন পরিচিত কিংবা শক্তিশালী প্রার্থী না থাকলেও এরা দুই জনেই ভোটের মাঠে ঘাম ঝড়াচ্ছেন ভোটর উপস্থিতি বৃদ্ধির জন্য। নারায়ণগঞ্জ-১ আসনে ৯জন প্রতিদ্ব›িদ্বতা করছেন, তারা হলেন, গোলাম দস্তগীর গাজী (আওয়ামী লীগ), তৈমুর আলম খন্দকার (তৃণমূল বিএনপি), একেএম শহিদুল ইসলাম (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), শাহাজাহান ভুইয়া (স্বতন্ত্র), গাজী গোলাম মর্তুজা (স্বতন্ত্র), মো. হাবিবুর রহমান (স্বতন্ত্র), মো. জোবায়ের আলম (স্বতন্ত্র), মো. সাইফুল ইসলাম (স্বতন্ত্র), মো. জয়নাল আবেদীন চৌধুরী (স্বতন্ত্র)। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৬১৬ জন। নারায়ণগঞ্জ-২ আসনে মোট প্রার্থীর সংখ্যা ৫ জন। তাঁরা হলেন, নজরুল ইসলাম বাবু (আওয়ামী লীগ), মো. আবু হানিফ হৃদয় (তৃণমূল বিএনপি), শাহজাহান (জাকের পার্টি), আলমগীর সিকদার লোটন (জাতীয় পার্টি), মো. শরিফুল ইসলাম (স্বতন্ত্র)। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ২৬৭ জন। নারায়ণগঞ্জ-৩ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। তাঁরা হলেন, কায়সার হাসনাত (আওয়ামী লীগ), লিয়াকত হোসেন খোকা (জাতীয় পার্টি), এবিএস ওয়ালিউর রহমান খান (বিএনএম), মো. আসলাম হোসাইন (বাংলাদেশ সুপ্রিম পার্টি), নারায়ণ দাস (বিকল্প ধারার বাংলাদেশ), মো, মজিবুর রহমান (বাংলাদেশ তরিকত ফেডারেশন), এ.এইচ.এম মাসুদ (স্বতন্ত্র), মুক্তিজোটের মো. আরিফ। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এ.এইচ.এম মাসুদ ইতিমধ্যে আওয়ামীলীগ প্রার্থী কায়সার হাসনাতকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬৩৮জন। নারায়ণগঞ্জ-৪ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। তাঁরা হলেন, একেএম শামীম ওসমান (আওয়ামী লীগ), মো. আলি হোসেন (তৃণমূল বিএনপি), মো. মূরাদ হোসেন জামাল (জাকের পার্টি), মো সেলিম আহমেদ (বাংলাদেশ সুপ্রীম পার্টি), মো. হাবিবুর রহমান (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), শহিদ উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি), গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস), মো. ছৈয়দ হোসেন (জাসদ)। এ আসনে শামীম ওসমান ছাড়া অন্যদের তেমন একটা পরিচিতি নেই বললেই চলে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জন। নারায়ণগঞ্জ-৫ আসনে ৪ জন প্রার্থী লড়বেন। তাঁরা হলেন, একেএম সেলিম ওসমান (জাপা), এএসএম একরামুল হক (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), মো. আব্দুল হামিদ ভাসানী (তৃণমূল বিএনপি), ছামসুল ইসলাম (বাংলাদেশ সুপ্রীম পার্টি)। এ আসনে সেলিম ওসমান ছাড়া অন্য কোন প্রার্থীকে তেমন একটা প্রচারনায় পাওয়া যায়নি। শুধুমাত্র ৩ জনের সামান্য কিছু পোস্টার চোখে পড়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার জন। নারায়ণগঞ্জের ৫টি আসনেই আওয়ামীলীগ জাপা নির্বাচনী প্রচারনায় তৎপর। তবে রূপগঞ্জে ৩ প্রার্থীর প্রচারনায় এলাকা এখন সরগরম। অন্য আসনগুলিতে প্রার্থীরা তাদের প্রচারনায় ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করে চলেছেন। নারায়ণগঞ্জের ৫টি আসনে মোট ভোটার ২২ লাখ ৫৫ হাজার ৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৪৭ হাজার ৯৭৭ জন এবং নারী ভোটার ১১ লাখ ৭ হাজার ৬৬জন; তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৭ জন। প্রার্থীর সংখ্যা ৩৪ জন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯