নির্বাচন নিয়ে সহিংসতা বেড়েছে

ডান্ডিবার্তা | জানুয়ারি ০১, ২০২৪, ১০:৩৬ | Comments Off on নির্বাচন নিয়ে সহিংসতা বেড়েছে

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে নির্বাচনী আমেজ বিরাজ করলেও কোথায় কোথায় নির্বাচন নিয়ে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সোনারগাঁয়ে সহিংসতার কথা তেমন শুনা না গেলেও রূপগঞ্জে সহিংসতা বেড়েছে। নির্বাচনী ক্যাম্প পোড়ানো, নারী সর্থককে মারধরসহ নানা ধরনের সহিংসতার পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া যাচ্ছে। নারায়ণগঞ্জে ৫টি আসনের মধ্যে আলোচনায় রূপগঞ্জ আসন তথা রূপগঞ্জ উপজেলা। এই উপজেলায় সংসদ সদস্য প্রার্থীর মধ্যে আলোচনায় রয়েছেন নৌকা প্রতীকে গোলাম দস্তগীর গাজী ও কেতলী প্রতীকে শাহজাহান ভূইয়া। তারা দুজনই একে অপরের বিরুদ্ধে ক্যাম্প পোড়ানোর পাল্টাপাল্টি অভিযোগ এনেছেন। গত শনিবার দিন ব্যাপি নির্বাচনী প্রচার প্রচারণা চালান এই আসনের দুই হেভিওয়েট প্রার্থী। প্রার্থীর সমর্থকরা অভিযোগ করেন. শাহজাহান ভূঁইয়ার (কেতলি প্রতীক) নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় আয়েশা আক্তার নামে এক নারীর ওপর হামলা ও মারধরের করেছে চার যুবক। তাদের মধ্যে মারধর করে দুইজন যুবক শটকে পড়লেও বাকি দুই জন একই এলাকার শাকিল (২৫) ও রবিন (২২) সেখানে অবস্থান করছিল। ঘটনাস্থলের পাশেই নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প। তারা স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর লোক। আক্রমণকারীরা গোলাম দস্তগীর গাজীর সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সদস্য বলে দাবি করেছেন আহত নারীর স্বামী আব্দুর রহমান। গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় ইউএস-বাংলা আবাসনের বালুর মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার সময় আহত নারী আয়েশা আক্তার কেতলি প্রতীকে নির্বাচন করা রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়ার নির্বাচনী প্রচারণা শেষ করে বাড়ি ফিরছিলেন। অপরদিকে রূপগঞ্জে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্বাচনী ক্যাম্পে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোশারফ হোসেন ও তার প্রধান সহযোগী আনোয়ার হোসেনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আওয়াল বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্ব নাওড়া এলাকায় নৌকার ক্যাম্পে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, রূপগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার ঘনিষ্ঠ অনুসারী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও মাদকসহ অন্তত ৪০ মামলার আসামি সন্ত্রাসী মোশারফ হোসেন ও তাঁর বাহিনী নিয়ে হামলা করেন। রূপগঞ্জ আসনে আবারও নৌকার প্রার্থী হয়েছেন আসনটিতে নির্বাচিত তিনবারের সংসদ সদস্য ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী। রূপগঞ্জ থানা পুলিশের একটি সূত্র জানায়, মোশাররফ হোসেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ ৪০টিরও বেশি মামলা রয়েছে। ‘মোশা বাহিনী’ নামে রূপগঞ্জে তাঁর একটি সক্রিয় বাহিনী রয়েছে। রূপগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার সকালে ভুলতা ইউনিয়নে গণসংযোগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন জাপা প্রার্থী। এসময় তিনি আরও অভিযোগ করেন, তার সমর্থকের হুমকি প্রদান ও নির্বাচনী পোষ্টার ফেস্টুন ছিড়ে ফেলা হচ্ছে। অভিযোগে সাইফুল ইসলাম বলেন, আমি প্রতিদিনই প্রতিটি এলাকায় গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে লাঙ্গল প্রতীকের জন্য ভোট চাচ্ছি। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ও অন্যান্য দলের সমর্থকরা আমাকে ও আমার কর্মীদের নির্বাচনে প্রচারণা ও গণসংযোগে বিভিন্নভাবে বাঁধা প্রদান করছে। এছাড়া কায়েতপাড়া ও দাউদপুরে নোয়াপাড়াতে আমার পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে। নির্বাচনে যারা আমার সমর্থনে কাজ করছেন তাদের মধ্যে কয়েকজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনের পরে লাঙ্গল প্রতীকের প্রার্থীর সমর্থকদের বাড়িতে থাকতে দেওয়া হবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উভয় প্রার্থী একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনসহ ক্যাম্প পোড়ানোর অভিযোগ করেন। সংসদ নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ জুড়ে ছেয়ে গেছে পোস্টার ব্যানারে। সকাল থেকেই প্রার্থী ও তার কর্মী সমর্থকরা প্রচার প্রচারণা চালাচ্ছেন। ভোটরদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করে নানান প্রতিশ্রæতি দিচ্ছেন। পাশাপাশি ৭ জানুয়ারি ভোটের দিনে ভোটরদের কেন্দ্রে যেতে উৎসাহিত করেন তারা। ক্ষমতাসীন দলের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে ক্যাম্প পোড়ানোর অভিযোগ করে কেতলী প্রতীকের প্রার্থী শাজহান ভুইয়া বলেন, আমরা প্রশাসনের উপস্থিতিতে নাওরা এলাকায় প্রচারণা শেষ করে এসেছি। এর কিছুক্ষণ পরই দুবৃত্তরা নৌক প্রতীকের একটি ক্যাম্প পুড়িয়ে দেয়। এরপর তারা আমাদের বিরুদ্ধে ক্যাম্প পোড়ানের অভিযোগ তুলেন। এর পুরোটাই সাজানো নাটক ও মিথ্যাচার। বড়ং তারা দাউদপুর ইউনিয়নে আমার একটি নির্বাচনী ক্যাম্প পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দিয়েছে। এদিকে সকল অভিযোগ উড়িয়ে দিয়ে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেন, আজকে যারা হারবে নিশ্চিত, তারাই গন্ডগোল করছে। যারা জণগনের ভোটের প্রতি আস্থা রাখে এবং বিজয়ের প্রতি আত্মবিশ্বাসি, তারা কখনোই গন্ডগোল করে না। তারা কালনীতে আমাদের একটি ক্যাম্প পুড়িয়ে দিয়েছে। সেখানকার ৩-৪জন নৈশপ্রহরী এই ঘটনার প্রত্যক্ষদর্শী। তাদের বড়াতে জানা গেছে ৩-৪টি মটরসাইকেল করে এসে শাজাহন চেয়ারম্যানের লোক ক্যাম্প পুড়িয়ে দেয়। দিন শেষে নির্বাচনী আমেজ থেকেই ভোটের দিন সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান করতে চান রূপগঞ্জের ভোটররা। ভোট প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে চান তারা। এর আগে সোনারগাঁয়ে লাঙ্গল প্রতীকের প্রচার গাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সুপ্রিম পার্টির প্রার্থীর উপর হামলার অভিযোগ রয়েছে।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ১৬:৩১
  • ১৮:৩১
  • ১৯:৫০
  • ৫:২৪

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪