ভোট গ্রহণে প্রস্তুত নারায়ণগঞ্জ

ডান্ডিবার্তা | জানুয়ারি ০৬, ২০২৪, ১০:৩৪ | Comments Off on ভোট গ্রহণে প্রস্তুত নারায়ণগঞ্জ

ডান্ডিবার্তা রিপোর্ট রাত পোহালেই জাতীয় নির্বাচন। ভোট গ্রহণের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন ও প্রার্থীরা। আজ শনিবার নির্বাচনী সরঞ্জাম প্রতিটি সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে পৌছে যাবে এবং নির্বাচনের দিন সকালে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পৌছে যাবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার ইস্তাফিজুল হক আকন্দ। এদিকে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনে মোট ভোটার ২২ লাখ ৫৫ হাজার ৬০জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৪৭ হাজার ৯শ’ ৭৭জন আর মহিলা ভোটার হলেন ১১ লাখ ৭ হাজার ৬৬ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৭জন। নারায়ণগঞ্জে ৫টি আসনের মোট ৭৮২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করার জন্য নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে ৯ হাজার ৩শ’ ৮৪ জন আনসার ও ২৫০ প্লাটুন ১শ’৪ জনের স্ট্রাইকিং ফোর্স হিসাবে মোতায়েন করেছেন। নারায়ণগঞ্জে মোট ২ হাজার ৮শ’ ৫৫জন কর্মকর্তা ভোট গ্রহণ কাজে নিয়োজিত থাকবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে আওয়ামীলীগ, জাতীয় পাটি, তৃণমূল বিএনপি সহ ১৩টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ৩৪ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। রূপগঞ্জ আসনে মোট ভোটার ৩,৮৫,৬১৬ জন। মহিলা ১,৮৮,৭২০ জন, প্রুষ ১,৯৬,৮৯৪ জন, তৃতীয় লিঙ্গ ২ জন। আড়াইহাজার আসনে মোট ভোটার ৩,৩৩,২৬৭ জন। মহিলা ১,৬২,১৩৯ জন, পুরুষ ১,৭১,১২৫ জন  তৃতীয় লিঙ্গ ৩ জন। সোনারগাঁ আসনে মোট ভোটার ৩,৪৫,৬৩৮ জন। মহিলা ১,৬৭,৪৮৯ জন, পুরুষ ১,৭৮,১৪৯ জন। তৃতীয় লিঙ্গ নাই। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে মোট ভোটার  ৬,৯৬,১৩৯ জন, মহিলা ৩,৪৩,৬৯২জন পুরুষ ৩,৫২,৪৪১ জন তৃতীয় লিঙ্গ ৬জন। সদর-বন্দর আসনে মোট ভোটার ৪,৯৪,৪০০ জন, মহিলা ২,৪৫,০২৬ জন, পুরুষ ২,৪৯,৩৬৮ জন, তৃতীয় লিঙ্গ ৬ জন। নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ থেকে- গোলাম দস্তগীর গাজী, প্রতীক- নৌকা। তৃণমূল বিএনপি থেকে- তৈমুর আলম খন্দকার, প্রতীক- সোনালী আঁশ। স্বতন্ত্র হয়ে- শাহজাহান ভূঁইয়া, প্রতীক- কেটলী। স্বতন্ত্র প্রার্থী- মো. হাবিবুর রহমান, প্রতীক- আলমিরা। স্বতন্ত্র প্রার্থী- গাজী গোলাম মর্তুজা পাপ্পা, প্রতীক- ঈগল। জাকের পার্টি থেকে- মো. জোবায়ের আলম, প্রতীক- গোলাপ ফুল। জাতীয় পার্টি থেকে- মো. সাইফল ইসলাম, প্রতীক- লাঙ্গল। স্বতন্ত্র প্রার্থী- মো. জয়নাল আবেদীন চৌধুরী, প্রতীক- ট্রাক। ইসলামিক ফ্রন্ট থেকে- একেএম শাহিদুল ইসলাম, প্রতীক- চেয়ার। আড়াইহাজার আসনে আওয়ামী লীগ থেকে- নজরুল ইসলাম বাবু, প্রতীক- নৌকা। তৃণমূল বিএনপি থেকে- মো. আবু হানিফ হৃদয়, প্রতীক- সোনালী আঁশ। জাকের পার্টি থেকে- শাহজাহান, প্রতীক- গোলাপ ফুল। জাতীয় পার্টি থেকে- আলমগীর সিকদার লোটন, প্রতীক- লাঙ্গল। স্বতন্ত্র প্রার্থী- মো. শরিফুল ইসলাম, প্রতীক- ঈগল। সোনারগাঁ আসনে আওয়ামী লীগ থেকে- আবদুল্লাহ আল কায়সার, প্রতীক- নৌকা। জাতীয় পার্টি থেকে- লিয়াকত হোসেন খোকা, প্রতীক- লাঙ্গল। বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে- মো. মজিবুর রহমান মানিক, প্রতীক- ফুলের মালা। বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে- মোহাম্মদ আসলাম হোসেন, প্রতীক- একতারা। বিএনএম থেকে- এবিএম ওয়ালিউর রহমান খান, প্রতীক- নোঙ্গর। বিকল্প ধারার বাংলাদেশ থেকে- নারায়ণ দাস, প্রতীক- কুলা। মুক্তিজোট থেকে- মো. আরিফ, প্রতীক- ছড়ি। স্বতন্ত্র প্রার্থী- এ.এইচ.এম মাসুদ, প্রতীক- ঈগল। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে আওয়ামী লীগ থেকে- একেএম শামীম ওসমান, প্রতীক- নৌকা। তৃণমূল বিএনপি থেকে- মো. আলি হোসেন, প্রতীক- সোনালী আঁশ। জাকের পার্টি থেকে- মূরাদ হোসেন জামাল, প্রতীক- গোলাপ ফুল। বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে- সেলিম আহমেদ, প্রতীক- একতারা। বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে- হাবিবুর রহমান, প্রতীক- চেয়ার। ন্যাশনাল পিপলস পার্টি থেকে- শহিদ উন নবী, প্রতীক- আম। বাংলাদেশ কংগ্রেস থেকে- গোলাম মোর্শেদ রনি, প্রতীক- ডাব। জাসদ থেকে- মো. ছৈয়দ হোসেন, প্রতীক- মশাল। সদর-বন্দর আসনে জাতীয় পার্টি থেকে- একেএম সেলিম ওসমান, প্রতীক- লাঙ্গল। বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে- এএসএম একরামুল হক, প্রতীক- চেয়ার। তৃণমূল বিএনপি থেকে- মো. আব্দুল হামিদ ভাসানী, প্রতীক- সোনালী আঁশ। বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে- ছামসুল ইসলাম, প্রতীক- একতারা। এদিকে প্রার্থীর সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার ¯িøপ দিচ্ছেন এবং নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৭
  • ২০:০০
  • ৫:১৬

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:০৫ | Comments Off on কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪