আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ২:৪২

নির্বাচন নিয়ে উৎকন্ঠায় না’গঞ্জবাসী!

ডান্ডিবার্তা | ০৭ জানুয়ারি, ২০২৪ | ৪:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আজ বহুল কাঙ্খিত দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন। আর নির্বাচনকে কেন্দ্র করে সাধারন ভোটাররা মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে তাদের অভিভাবক নির্বাচন করবেন আজকে। এদিকে, একতরফা ও অগণতান্ত্রিক পন্থায় আওয়ামীলীগ আবারো ক্ষমতার স্বাদ গ্রহন করার নীল নকশা একেছে বলে অভিযোগ তুলে আসছেন মাঠের প্রধান বিরোধীদল বিএনপি। অগণতান্ত্রিক পন্থায় অনুষ্ঠিত হওয়া এক তরফা নির্বাচন বাতিলের দাবিতে ৪৮-ঘন্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি। দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনের আগে হরতাল ডাক দেওয়ার কারনে উদ্বেগ আর উৎকন্ঠা বিরাজ করছে সাধারন মানুষের মাঝে। তবে আওয়ামীলীগ দাবি করছে, জনগনের ভোটাধিকার বাধাগ্রস্থ করতেই বিএনপি হরতালের ডাক দিয়েছে। অপরদিকে, বিএনপি দাবি করছে জনগনের ভোটের অধিকার রক্ষার্থে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। অবৈধপন্থায় ক্ষমতা দখলকারীদের পতন না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বলেও ঘোষননা দিয়েছেন। ইতিমধ্যে, দেশের অন্যান্য জেলার ন্যায় নারায়ণগঞ্জের সাধারন মানুষের মধ্যেও উদ্বেগের দেখা দিয়েছে। তবে, জেলা পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপের কারনে স্বস্তি ফিরে এসেছে জেলার সাধারন মানুষের মাঝে। সূত্রমতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি আসনে মোট ২২ লাখ ৫৫ হাজার ৬০ জন ভোটার আগামী ৫ বছরের জন্য সংসদে তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন। ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি আসনে ৬ জন স্বতন্ত্রসহ ১৩ টি নিবন্ধিত রাজনৈতিক দলের ৩৪ জন প্রার্থী অংশ নিচ্ছে।জেলার ৫ টি আসনে মোট ৭৮২ টি কেন্দ্রে ৪ হাজার ৯৭৯ টি ভোট কক্ষে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। আজকের অনুষ্ঠিত হওয়া নির্বাচন সুষ্টুভাবে সম্পূর্ণ করতে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন জেলা নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বক্্র এবং আনসার সদস্যদের মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা জোরধারের লক্ষ্যে একাধিক মোবাইলটিম মাঠে কাজ করছে। এদিকে, আজকে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ভোটারদের কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করার জন্য সচেতনতামূলক লিফলেটসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছেন দায়িত্বশীল কতৃপক্ষ। ক্ষমতাসীনদলের নেতৃবৃন্দও সাধারন ভোটারদের মাঝে ভোটার¯øীপ বিতরনের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করার জন্য প্রচারনা চালিয়ে আসছেন। তবে, উল্টো অবস্থানে রয়েছেন মাঠের প্রধান বিরোধীদল বিএনপি। ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য নিরুৎসাহিত করার পাশাপাশি এ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএনপি। ভোটের আগের দিন থেকে ভোটের দিনসহ পরের দিন পর্যন্ত ৪৮ ঘন্টার হরতালের ঘোষনা দিয়েছেন বিএনপি। হরতাল সফল করার লক্ষ্যে চালাচ্ছেন প্রচার প্রচারনা। এদিকে, সকল বাধা অতিক্রিম করে সুষ্টুভাবে নির্বাচন সম্পূর্ণ করার জন্য নির্বাচন কমিশনারের পাশাপাশি ক্ষতাসীনদলের নেতৃবৃন্দও মাঠে থাকবেন বলে ঘোষনা দিয়েছেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই বলেন, ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদদের বিনিময়ে বাংলার মানুষ এদেশ স্বাধীন করেছেন। ্এবারো সাধারন মানুষ তাদের ভোটাধিকার প্রযোগের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অবস্থান নিবেন সাধারন মানুষ। ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে সাধারন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করবেন বলে আমরা আশাবাদি। তবে, সুষ্টু নির্বাচনে কেউ বাধা প্রদান করলে তাদের দাতভাঙ্গা জবাব দেয়া হবে বলেও তিনি হুশিয়ারী উচ্চারন করেন। জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দীন বলেন, আমরা গণতন্ত্র এবং জনগনের ভোটাধিকার রক্ষার্থে আন্দোলন চালিয়ে আসছি। গনতন্ত্র পূনরোদ্ধার না করা পর্যন্ত আমরা মাঠে থাকবো। নির্বাচনের দিন হরতালের বিষয়ে তিনি বলেন, অমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুসরন করি। কেন্দ্রে যেহেতু হরতালের ডাক দিয়েছে সে হরতাল সফল করার লক্ষ্যে আমরা প্রস্তুতি সম্পূর্ণ করেছি। তবে, প্রতিটি আন্দোলন হবে গণতান্ত্রিক পন্থায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা