না’গঞ্জে উৎকন্ঠার নির্বাচন সম্পন্ন

ডান্ডিবার্তা | জানুয়ারি ০৮, ২০২৪, ৬:০০ | Comments Off on না’গঞ্জে উৎকন্ঠার নির্বাচন সম্পন্ন

ডান্ডিবার্তা রিপোর্ট ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ, কেন্দ্র দখল এবং জাল ভোটের অভিযোগের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ধারনার চেয়েও কম ভোটারের উপস্থিতিতে নারায়ণগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। গতকাল রোববার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয়েছে বিকেল চারটায়। ভোটের চিত্রে দেখা গেছে, জেলার প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি বেশির ভাগ ক্ষেত্রেই কম। এদিকে, ভোট শুরুর কিছুক্ষন পরই রূপগঞ্জ আসনে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর ¯েøাগান দিয়ে কেন্দ্র দখলে নিতে হামলা করেছেন যুবলীগ নেতা কাউসার প্রধান ও তার লোকজন। আর তাদের বাধা দিতে গিয়ে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুঁইয়ার তিনজন কর্মী আহত হয়েছেন। উপজেলার ভোলাব ইউনিয়নের ৬নং ওয়ার্ড গনবাংলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়। তার দশ থেকে পনেরো মিনিট পরই আতলাপুর বাজার থেকে গাজীর ¯েøাগান দিয়ে ভোলাব ইউনিয়নের ৬নং ওয়ার্ড গনবাংলা উচ্চ বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে। এসময় বাধা দিলে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের ওপর হামলা করে। নারায়ণগ‌ঞ্জের আড়াইহাজা‌রে ৫৬নং রামচন্দ্রদী সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। অপরদিকে একই অবস্থা দেখা গেছে আড়াইহাজার আসানে ভোট চলাকালে দুপুরে ভোটকেন্দ্রে নৌকা ও লাঙ্গল সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর সেখানে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে লোটন কেন্দ্রে গেলে সেখানে নৌকার সমর্থকরা কেন্দ্রে জড়ো হয়ে ¯েøাগান দেয়। এসময় লাঙ্গল সমর্থকরাও ¯েøাগান শুরু করলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লোটন জানান, কেন্দ্র দখল করে নৌকার লোকজন সীল মারার সময় আমরা বাধা দিলে তারা হামলা করে। পুলিশ আমাদের দিকে গুলি করে। পরে কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। আমাদের ১০ জন গুলিবিদ্ধ হয়েছে। তবে, নারায়ণগঞ্জে পাঁচটি আসনের মধ্যে সোনারগাঁ, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ এবং সদর-বন্দর এ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এ আসন গুলোতে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও সুষ্টুভাবে ভোটগ্রহন হয়েছে এবং কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাংডিং অফিসাররা প্রতিটি কেন্দ্রের ভোটের ফলাফল জানিয়ে দেন। ভোটের পরিস্থিতি বিষয়ে জানতে চাওয়া হলে, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী সাংসদ শামীম ওসমান বলেন, আমি নির্বাচনের পরিবেশ ভালো দেখছি। শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না। তিনি বাংলাদেশের সম্পদ। কারণ ওদের হাতে গেলে দেশ শেষ হয়ে যাবে। বাংলাদেশের আকাশে শকুন উড়ছে। এ শকুন আন্তর্জাতিক শকুন। ওদের জন্য ক্ষেত্র প্রস্তুত করছে ৭১ সালের পরাজিত শক্তি। গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে সপরিবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমার এলাকায় কোথায় কী ভোট হচ্ছে আমি জানি না। সকাল থেকে এবাদতে ছিলাম। তারপর বাবা, মা ও ভাইয়ের কবর জিয়ারত করেছি। আমরা কমিটমেন্ট করেছিলাম উৎসবমুখর পরিবেশে ভোট দেব। আমি আমার নাতিকে নিয়ে ভোট দিতে এসেছি। এ ভোট ওদের ভবিষ্যতের জন্য। ওদের ভবিষ্যৎ শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ ছিল জাতির পিতা বঙ্গবন্ধু। তাকে হত্যার পর আমাদের ভবিষ্যৎ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এখনও আগামী প্রজন্মের ভবিষ্যতকে চূর্ণবিচূর্ণ করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, আমি ওদের রাজনৈতিক দল বলি না। ওরা আগুন সন্ত্রাসীদের দল। গতকালও আগুন দিয়ে চারজনকে পুড়িয়ে দিয়েছে। এদের রাজনৈতিক দল বললে রাজনীতিবিদদের অপমান হবে। গত শনিবার ফতুল্লায় একটি কেন্দ্রে আক্রমণ করার চেষ্টা করেছিল। এলাকার সাধারণ মানুষ ধাওয়া দিয়ে একজনকে ধরে পুলিশে দেয়। আমি দেখেছি স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছে মানুষ। মহিলারাও আছে। তবে কিছুটাতো প্রভাব পড়েছেই ট্রেনে আগুন দেওয়ায়, তারপর ¯েøাগান দিয়েছে, ভোটকেন্দ্রে আসবে যারা লাশ হয়ে ফিরবে তারা। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ একটু ভয় পাবেই। তবে সর্ষের ভেতর ভুত আছে। যারা নির্বাচন পরিচালনা করছে তাদের ভেতরও ভুত আছে। তারা চাইছে ভোটটা ঘুরাতে। আমি আমার এলাকায় এমনটা খবর পেয়েছি। শামীম ওসমান বলেন, একটি কেন্দ্রে খবর পেলাম সেখানে ভোটারদের বের করে দেওয়া হচ্ছে সঙ্গে মোবাইল থাকার কারণে মোবাইল তো এখন সবার কাছেই থাকে। পরে আমি রিটার্নিং অফিসারকে জানিয়েছি। এখন ভোট হচ্ছে। তবে এ সময়ে দুই তিন হাজার ভোটার কিন্তু ঘুরে চলে গেছে। কিছু কিছু সেন্টারে লোকজন আছেন। যারা অন্য কারও পারপাস সার্ভ করার চেষ্টা করছে। জেলা নির্বাচন অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দ জানান, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ভাবে দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে এলাকায় সংঘর্ষের ঘটনার খবরে পেয়েছি তাৎক্ষনিক আমরা ব্যবস্থা নিয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত জানান, ভোট গণনা চলছে। আশা করি জনগনের নির্বাচিত বিজয়ী প্রার্থীদের নাম আমরা দ্রæত সময়ের মধ্যে ঘোষনা করতে পারবো।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ১৬:৩১
  • ১৮:৩৩
  • ১৯:৫৩
  • ৫:২১

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪