
ডান্ডিবার্তা রিপোর্ট নির্বাচনের পরে সরকার পতনে কঠোর অসহযোগ আন্দোলন শুরু হবে এমনটাই জানিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপির নীতি নির্ধারকরা। সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচি হিসেবে বিএনপি বাংলাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। আটাশে অক্টোবরের পর থেকে টানা হরতাল অবরোধ কর্মসূচী দিয়ে যাচ্ছে সরকার বিরোধী রাজনৈতিক দলটি। যদিও বিএনপির ডাকা ধারাবাহিক অবরোধ ও হরতাল কর্মসূচির শেষ কয়েকটিতে তেমন কোনো শক্ত অবস্থান বা সরকারকে চাপে ফেলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। ড়শ ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে সংঘর্ষের পর থেকে জেলা বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে দলটির শত শত নেতাকর্মী কারাবন্দী রয়েছে। এখনও দলের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। আর কেন্দ্রীয় আন্দোলনের দিক নির্দেশনা মোতাবেকই নারায়নগঞ্জ বিএনপি তাদের আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু বিএনপির আন্দোলন কর্মসূচি পালনে দলের নেতাকর্মী বা সমর্থকদের বড় জমায়েত বা টানা দীর্ঘসময় অবস্থান নিতে দেখা যায়নি। আবার কর্মসূচির মধ্যে বেশকিছু জায়গায় বাসে অগ্নিসংযোগ হয়েছে। যদিও অগ্নিসংযোগের ঘটনাগুলোর দায় বিএনপি বরাবরই অস্বীকার করে আসছে। নির্বাচনের পূর্ববর্তী মুহুর্তে বিএনপির নেতারা যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে সেখানেও দেখা গেছে ঝটিকা শোডাউনের মতো। নেতারা এক জায়গায় অবস্থান করে তড়িঘড়ি করেই শেষ করেন লিফলেট বিতরণ। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেছেন, নির্বাচনের পরেও আন্দোলন চলবে। তবে কৌশল কী হবে সেটি প্রকাশ করতে চাননি তিনি। অবশ্য কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তাদের আন্দোলন চলবে। তিনি আরো বলেন, “লড়াই করতে আমরা প্রস্তুত। স্বৈরাচার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তারা চেষ্টা করবে কিন্তু আমরাও জনগণ ঐক্যবদ্ধভাবে লড়াই করবো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তাই নির্বাচনের পরেও সংগ্রাম আছে আন্দোলন আছে। এ সরকার টিকবে না।” জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারু খোকন বলেন, “২০১৪ সন, ২০১৮ সন ও চব্বিশ সন কিন্তু এক না। এখন কিন্তু রাজপথ উত্তপ্ত, জনগণ উত্তপ্ত। জনগণ যদিও রাজপথে ওইভাবে অংশগ্রহণ করতেছে না কিন্তু রাজপথে যে তিনটা ছেলে ¯েøাগান দেয় হাসিনার নির্বাচন মানি না এই তিনটা ছেলেই তিনকোটি মানুষের মুখপাত্র এবং কণ্ঠ। তিনি দাবি করেন, বর্তমানে দেশে মুক্তিযুদ্ধের চেয়ে বাংলাদেশে খারাপ একটা অবস্থায় হাসিনা সরকার এ দেশটাকে নিয়ে গেছে । এর মধ্যে দাড়িয়ে যে ¯েøাগানটা দিতে পারতেছি যে প্রহসনের এ নির্বাচন মানি না, এটাইতো বড় বিজয়। নির্বাচনের পর কী ধরনের কর্মসূচি আসতে পারে এ নিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় রয়েছি আমরা। তবে, ”অসহযোগ আন্দোলনের চেয়ে বড় কোনো আন্দোলন নাই। অসহযোগ আন্দোলন চলতে থাকবে। সেই অসহযোগটা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আসবে। কোনো ধরনের প্রশাসনিক কার্যক্রম চালাতে না পারে তার বিরুদ্ধে অনাস্থা আসতে পারে প্রতিরোধ আসতে পারে। আসবেই।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯