আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ১১:৫৫

নগরবাসীকে হকারদের হুমকি!

ডান্ডিবার্তা | ১১ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:১২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ শহরে ফুটপাত যেন সোনার হরিণ। অনেকে মার্কেটের দোকান ফেলে রেখেও ফুটপাত দখল করে ব্যবসা করছে। সিটি কর্পোরেশনের দেয়া হকার্স মার্কেটের দোকান বিক্রি করে আবারো ফুটপাত দখল করেছে একটি চক্র। কোটি টাকার চাঁদাবাজি নিয়ে এই চক্র এতোটাই চতুর যে নাসিকমেয়র, সাংসদ, সাংবাদিক, প্রশাসনসহ সুশীল সমাজের কথা কিংবা সিদ্ধান্তকেও তোয়াক্কা করছে না তারা। আবারো তারা সড়ক দখলের পায়তারা করছে। এ যেন মামা বাড়ির আবদার। তারা চায় পুনরায় সড়ক দখল করে জনগণের চলাচলের পথ বন্ধ করে নিজেদের আখের গুছাতে। আর নেতৃত্বে রয়েছে হকার নেতা নামধারী একটি চাঁদাবাজ চক্র। যাদের কারণে শহরে বছরের পর বছর ধরে যানজট লেগে থাকত। সেই সাথে পথচারীদের ফুটপাত দিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হত। সেই হকারদের ফুটপাত থেকে উচ্ছেদ করায় তারা এমপি শামীম ওসমান, এমপি সেলিম ওসমান ও মেয়রকে হুমকি দিয়েছে। এ যেন নগরীর ২০ লাখ মানুষকে জিম্মি করার হুমকি। গতকাল শনিবার হকাররা পুনরায় সড়ক দখল করে বসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। হকাররা বলেন, আমাদের অধিকার আমরাই আদায় করবো। হয় মরবো নয় অধিকার আদায় করবো। অধিকার আদায় করেই ঘরে ফিরবো তার আগে রাজপথ ছাড়বো না। হকারদের যুক্তিক আন্দোলনে আমরা তাদের পাশে আছি। পুনর্বাসন ছাড়া কোনো হকারদেরকে উচ্ছেদ করা যাবে না। আগামীকাল সোমবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করবো। এসকল হকার নামধারী নেতাদের কারণে শহরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শুধু তাই নয় এ হকাররাই ফুটপাত দখল নিয়ে তারা হত্যাকান্ডও ঘটেছে। এ হকার আন্দোলনে সেই হকার হত্যা মামলার আসামীরাও রয়েছে। তারা সুন্দর ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ চায়না। তাই তারা শহরের হকার উচ্ছেদের প্রতিবাদে ও পুনর্বাসনের দাবিতে নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদের অবস্থান কর্মসূচি পালনকালে নাসিক মেয়র আইভী, এমপি শামীম ওসমান ও সেলিম ওসাননকে হুঁশিয়ারী দিয়ে হকার নেতারা এসব কথা বলেন। গতকাল শনিবার সকাল দশটায় চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচী পালন করে হকাররা। এসময় নেতৃবৃন্দ আরও বলেন, বিনা নোটিশে হুট করে একটি সিদ্ধান্ত নিবেন আর হকারদের পেতে লাথি মারবেন তা চলবে না। হকাররা ফুটপাতে দোকানদারি করে তারা তো চুরি কিংবা মাদক বিক্রি করে না। তারা রোদবৃষ্টিতে ভিজে ফুটপাতে দোকানদারি করে। রাস্তা দখল করে না। যানজট তো হকারদের কারনে হয় না। যানজট তো অবৈধ অটোরিকশা ও স্ট্যান্ডের কারনে। তার দোষ তো আর নিরীহ হকারদের উপর চাপাতে পারেন না। হুট করে সিদ্ধান্ত নিয়ে হকারদেরকে উচ্ছেদ করে দিবেন তা হতে পারে না। সারা বিশ্বের সব দেশেই হকার রয়েছে। আমরা তো এদেশের নাগরিক, তাহলে আমাদেরকে উপর কেনো এতো অত্যাচার। পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করবেন তা চলবে না। যেখানে যেতে হয় সেখানেই যাবো। আমাদের হকারদের অধিকার আদায় করবোই। সিটি কর্পোরেশন মেয়রের এমপিদের না। মেয়র মহোদয় আপনি আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুন। মেয়রকে উদ্দেশ্য করে বলেন, আপনি কথায় কথায় বলে হকারদেরকে পুনর্বাসনের জন্য হকার্স মার্কেট দিয়েছেন। নারায়ণগঞ্জে হকার রয়েছে ৫হাজার আর হকার্স মার্কেটে দোকান দিয়েছেন ৬শ’। আর দুই হাত বাই দুই হাত জায়গার দোকান দিয়ে তো দোকানদারি চলে না। আমরা আপনাকে নৌকা নৌকায় ভোট দিতে মেয়র বানাইছি। কথায় কথায় হকার উচ্ছেদ করবেন না। এমপি সেলিম ওসমান ও এমপি শামীম ওসমানকেও উদ্দেশ্য করে তারা বলেন, আপনারা আমাদের অভিভাবক, আপনারা গরীবের বন্ধু। আমরাও কিন্তু আপনাদেরকে ভোট দিয়ে এমপি বানাইছি। আপনারা এই অসহায় গরীব হকারদের জন্য কিছু করেন। আপনারা চাইলে সব কিছুই হয়। দয়া আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন। পুলিশ প্রশাসনের ভাইদের বলবো আপনারা হকারদের সাথে আইনানুগভাবে কথা বলুন। বেআইনি ভাবে হকারদের উপর লাঠিচার্জ করবেন না। হকার নেতারা আরও বলেন, গত এক সপ্তাহ ধরে আমরা ফুটপাতে বসে দোকানদারি করতে পারছি না। যতদিন পর্যন্ত হকারদের আন্দোলন কর্মসূচি চলবে আমরা ততদিন পর্যন্ত তাদের পাশে আছি। নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদের আহŸায়ক হকারনেতা আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্যে রাখেন, বিশিষ্ট শ্রমিকনেতা এড. মন্টু ঘোষ, শ্রমিকনেতা হাফিজুল ইসলাম, সেলিম মাহমুদ, আবদুল হাই শরীফ, ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম গুলক, এম এ শাহিন, মহানগর হকার্স লীগের সভাপতি আঃ রহিম মুন্সী, সাধারণ সম্পাদক মো. পলাশ, হকার নেতা মো. রানা, মো. শাহিন, নিলুফা বেগম প্রমুখ। অবস্থান কর্মসূচি শেষে চাষাড়া শহীদ মিনার হকাররা শহরে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের চাষাড়া থেকে শুরু করে দুই রেলগেইট হয়ে আবারও শহীদ মিনারে এসে শেষ হয়। উল্লেখ্য, গত ৩ ফেব্রæয়ারি নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে শহরের নাগরিক সমস্যা সমাধানে পরস্পরকে সহযোগিতা করার আশ্বাস দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। বৈঠকে শহরের যানজট নিরসনে দ্রæত সময়ের মধ্যে বাস্তবায়নের বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়। এরমধ্যে ফুটপাতের হকার উচ্ছেদের উদ্যোগ অন্যতম।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা