আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ১২:২১

শহরকে অশান্ত করার পায়তারা

ডান্ডিবার্তা | ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:২১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জকে অশান্ত করতে হকারদের উস্কানী দিয়ে চলছে চাঁদাবাজ চক্র। চাঁদাবাজদের উস্কানীতে নারায়ণগঞ্জের জঞ্জাল নামধারী হকাররা জনপ্রতিনিধি ও প্রশাসনকে হুমকি দিয়ে চলছে। তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নারায়ণগঞ্জের ২০ লাখ মানুষকে অশান্তিতে রাখতে একের পর এক হুমকি দিয়ে চলছে। আর তাদের সাহস যোগাচ্ছে কিছু চাঁদাবাজ। যারা এই ফুটপাত থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে নিজেদের আখের গুছাতে ব্যস্ত থাকে। শুধু কয়েকজন চাঁদাবাজের সুবিধার জন্য ২০ লাখ মানুষকে জিম্মি করতে চাচ্ছে হকার নামধারী কিছু চাঁদাবাজ। আর বিপদে ফেলছে নিরিহ হকারদের। নারায়ণগঞ্জের মানুষকে শান্তিতে রাখতে এবার জনপ্রতিনিধি ও প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। বছরের পর বছর ধরে হকাররা শহরের ফুটপাত ও রাস্তা দখল করে জন সাধারণের চলাচলে যেমন বিঘœ সৃষ্টি করে রেখেছিল তেমন এদের কারণে রাস্তা সরু হয়ে যাওয়ায় শহরের লেগে থাকতো ঘন্টার পর ঘন্টা যানজট। শহরের ৫টি রাস্তা ও ফুটপাত দখলকারী হকাররা যেন শহরবাসীর জন্য অভিশাপে পরিনত হয়েছিল। হকারদের দ্বারা পথচারীরা যেমন নিগৃত হতো তেমন লাচ্ছনার শিকার হতো। সেই সাথে হকারদের কারণে সব সময় রাস্তায় লেগে থাকত ভীড়। আর সেই ভীড়ের সুযোগে পকেটমার ও ছিনতাইকারীরা বিভিন্ন কৌশলে মানুষের মালামাল ও টাকা পয়সা চুরি করে নিয়ে যেত। এসকল অভিশাপ থেকে নারায়ণগঞ্জবাসী অনেকটা মুক্ত হয়েছে। শুধু তাই নয় নারায়ণগঞ্জে যারা বৈধ ভাবে কোটি টাকা খরচ করে দোকান দিয়ে ব্যবসা করে আসছিল সেই হকারদের কারনে তাদের লোকশান গুনতে হয়। দেখা গেছে নিন্মমানের সামগ্রী দিয়ে হকাররা নানা মুখরোচক কথা বলে বৈধ দোকানের চেয়েও বেশী দাম হাকিয়ে সাধারণ মানুষকে ঠকিয়ে প্রতারনা করে আসছিল। সেই প্রতারনার হাত থেকেও মানুষরা কিছুটা হলেও কিছু দিন যাবত রক্ষা পাচ্ছেন। আর এ অশান্ত শহরকে শান্ত করায় সাধারণ মানুষ জনপ্রতিনিধি ও প্রশাসনকে সাধুবাদ জানিয়ে চলছে। সাধারণ মানুষ মনে করেন ২০ লাখ মানুষের কথা বিবেচনা করে এই সকল হকারদের যেন আর কোন সুযোগ না দেয়া হয়। এদিকে শহরকে অশান্ত করতে হকার নিয়ে হকার নেতারা আগামী সোমবার পর্যন্ত আল্টিমেটাম হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সোমবার পর্যন্ত আমরা অপেক্ষা করবো। এর আগে যদি আলোচনা করে আমাদের দাবি দাওয়া মেনে নেয়া হয় তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি সোমবারের মধ্যে তা মেনে না নেয়, তাহলে মঙ্গলবার থেকে আমাদের লাগাতার কর্মসূচি শুরু। আমাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও থাকবে। সকল হকাররা তাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামবো। আমাদের আন্দোলন সংগ্রাম চলছে চলবেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। এ ধরনের হুমকি দিয়ে তারা সাংসদ সেলিম ওসমানের সাথে সাক্ষাত করেন। এ সময় সেলিম ওসমান হকারদের হুমকির জবাবে বলেন, আমিও আবারও অনুরোধ করে গেলাম আমাকে চ্যালেঞ্জ করবেন না। জন প্রতিনিধিদের চ্যালেঞ্জ করবেন না। প্রশাসনকে চ্যালেঞ্জ করবেন না। সিটি কর্পোরেশনের মেয়রকে চ্যালেঞ্জ করবেন না। আপনারা যদি পাঁচ হাজার মানুষ বলেন তাহলে চিন্তা করে দেখুন নারায়ণগঞ্জে কত লক্ষ মানুষ বসবাস করে। ওই বৃহৎ অংশ দেখবো না ৫ হাজার মানুষ দেখবো। আপনারা যেমন বলেছেন বক্তব্যে সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না বেকা করবেন আঙ্গুল। আমরাও কিন্তু আঙ্গুল বেকা করে ফেলব। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের গোল টেবিলের বৈঠকের পরে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে সেই সিদ্ধান্ত নিয়ে কাজ করা হচ্ছে। হকার সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই লক্ষ্যে অনানুষ্ঠানিকভাবে বৈঠক ছিল। মেয়র বলেন, আমি ও আমাদের এমপি মহোদয় একমত। আমরা আমাদের ভোটারদেরকে অগ্রাধিকার দেয়ার চেষ্টা করবো যাতে করে তারা শহরের ফুটপাতে হাঁটাচলা করতে পারে। এটা সাধারণ মানুষের অধিকার তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা দিব। তিনি বলেন, গত বুধবার ২১ ফেব্রæয়ারি ছিল, ২২ ফেব্রæয়ারি তারা কিভাবে শহীদ মিনারে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের অনুমতি ছাড়া শহরের মধ্যে হকার নামধারী কিছু খুনি, বাজে ও অবৈধ লোক এভাবে তারা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে হুংকার দিয়ে তারা কথা বলে এতো বড় সাহস তাঁরা কোই থেকে পায়। এদিকে প্রশসনকে চ্যালেঞ্জ করায় গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে যানজট ও হকার ইস্যু নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রতিনিধি। সভায় নারায়ণগঞ্জ শহরের যানজট ও হকার ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় শহরের ফুটপাতে কোনো হকার বসবে না। এবং বৈধ কাগজপত্র ছাড়া কোনো বাস শহরে প্রবেশ করতে পারবে না। এছাড়া হকারদের অযৌক্তিক আন্দোলন প্রতিহত করবে পুলিশ প্রশাসন। তবে হকারদের কাছ থেকে সরবরাহকৃত তালিকা পাওয়ার পর তাদেরকে শহরের বাইরে অথবা শহরতলীর কোথাও আলোচনা সাপেক্ষে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আর হকারদের তালিকা জমা না দেয়া পর্যন্ত শহরে কোনো হকার বসতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু একটি স্বান্বেষী মহল হকারদের ইন্ধন দিচ্ছে শহরকে অশান্ত করতে। নগরবাসী মনে করেন, এই সময় নারায়ণগঞ্জকে শান্ত রাখতে এই হকার নামক অশান্তিকে শহরের বাইরে রাখতে পথে নামতে হবে নাগরিক সমাজ ও সুশিল সমাজের। নারায়ণগঞ্জের সুশিল সমাজের কিছু লোক আছেন যারা এতোদিন পান থেকে চুন খসলে রাজপথে নেমে যেতেন, আর নারায়ণগঞ্জকে অশান্ত করতে একটি মহল হুশিয়ারি লাগাতার হুশিয়ারি দিয়ে যাচ্ছে আর সেই সময় তাদের কোন তৎপরতা নেই বা তারা রাস্তায় নামেন না। এনিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে কি তারা একটি বিশেষ গোষ্ঠিকে খুশি করতে এতোদিন রাস্তায় নামতেন? এখন নারায়ণগঞ্জের বড় সমস্যায় তাদের দেখা নেই। তাই নাগরিক সমাজ তাদের রাজপথে নেমে শারায়ণগঞ্জকে অশান্তকারী হকারদের প্রতিহত করার আহবান জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা