ভোট কেন্দ্রে পেশীশক্তির শঙ্কা

ডান্ডিবার্তা | মে ০৭, ২০২৪, ১০:৩২ | Comments Off on ভোট কেন্দ্রে পেশীশক্তির শঙ্কা

ডান্ডিবার্তা রিপোর্ট
রাত পোহালেই বন্দর উপজেলা পরিষদের ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে বন্দরের ৫টি উইনয়নের ৫৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। গতকাল সোমাবর রাতে শেষ হয়েছে প্রাথর্িীদের প্রচার প্রচারনা। এখন শুধু বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট নিয়োগের কাজ করছেন। মদনপুর, ধামগড়, মুছাপুর, বন্দর ও কলাগাছিয়া ৫টি ইউনিয়ন নিয়ে বন্দর উপজেলা পরিষদ গঠিত। মোট ৫৪টি ভোট কেন্দ্রে। মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৫০০, নারী ভোটার ৬৪ হাজার ৬২জন। ইতিমধ্যে পুলিশ বন্দরে ৩৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ন বলে ঘোষণা করেছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন তিন হেভিওয়েট প্রার্থী। তারা হলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ(দোয়াত কলম), নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক (বহিস্কৃত) দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল (চিংড়িমাছ) ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মাকসুদ হোসেন(আনারস) এছাড়া মাকসুদ হোসেনের ছেলে শুভ ড্যামি প্রার্থী হিসাবে (উড়োজাহাজ) প্রতীবক নিয়ে পিতাকে সহযোগিতা করতে মাঠে রয়েচেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রাথী অংশ গ্রহন করছেন এরা হলেন জেলা জাতীয় পার্টি সভাপতি সানাউল্ল্যাহ সানু (উড়োজাহাজ) মুকিত (তালা) আলমগীর হোসেন (মাইক) ও এসআই জুয়েল ( টিউবওয়েল)। একই সাথে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী অংশ গ্রহন করছে এরা হলেন এডঃ মাহামুদা (কলস) ও সালিমা হোসেন শান্তা (ফুটবল)। এ ব্যপারে চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেন বলেন, ভোট কেন্দ্রে পেশি শক্তি ব্যবহার হতে পারে। আমাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়া হচ্ছে। ভোট নাকি কেন্দ্রে গননা না করে জেলা কার্যালয়ে নেয় হবে এমন গুজবও রটাচ্ছে ক্ষমতাসীন দলের প্রার্থী। তিনি আরো বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থী আমার বিরোধীতা করে বলেন আমি নাকি কালো টাকা ছিটাচ্ছি। প্রকৃত পক্ষে আমরা পূর্ব পুরুষ থেকেই সম্পদশালী। আর আমি নিজে ঘাম জড়িয়ে টাকা কামিয়েছি। ক্ষমতাসীন দলের প্রার্থী যিনি বিনাভোটে চেয়ারম্যান হওয়ার আগে তাকে দোকানিরা সিগারেট দিতেন না। তার কারণ তিনি চা, সিগারেট পান করে টাকা দিতেন না। তার কাছে টাকা ছিল না। তিনি রিকশা ভাড়াও দিতে পারতেন না। আর তিনি বিনাভোটে চেয়ারম্যান হয়ে রাতারাতি এতটাকা কোথায় পেল এর জবাব তিনি জনগণের কাছে যেন দেন। আমার কারণে মানুষ ভোট দেয়ার সুযোগ পেয়েছে। মানুষের ভোটের অধিকার ফিরে এসেছে। আমি জয়ের জন্য শতভাগ আশাবাদি। ক্ষমতাসীন দলের প্রার্থী এম এ রশিদ তার নির্বাচনী প্রচারনায় বলেন, আমার জন্য ছাত্রলীগই যথেষ্ট। ছাত্রলীগ কেন্দ্র দখল করে নিবে। যারাই ভোটের মাঠে আছে তারা সামনেও দাঁড়াতে পারবেনা। আমি নির্বাচিত হব। আরেক প্রার্থী আতাউর রহমান মুকুল বলেন, আমি ২বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম জনগণ জানে আমি কেমন মানুষ। কতটুকু উন্নয়ন করেছি। মানুষ চায় ভাল মানুষ আসুক। ভোটাররা আমাকে ভাল মানুষ হিসাবে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এ ব্যপারে নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, এম এ রশিদ ভোটের মাঠে ফাঁকা। তার ভোট নেই। তিনি ক্যাডার বাহিনী দিয়ে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করাতে পারে। এবারের নির্বাচনে মাকসুদ হোসেন ও আতাউর রহমান মুকুলের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তার সাথে ভোটাররা নেই। তিনি প্রচারনা করেন নারায়ণগঞ্জ শহর থেকে নেতাদের তোষামত করে এনে। ভোটের মাঠে তিনি জিরো। তিনি যতই হাক ডাক দেন কোন কাজ হবে না। কারণ এর আগেও তিনি ২বার প্রতিদ্ব›িদ্বতা করে চরম ভাবে হেরেছেন। অবশেষে গতবার এমপিদের দয়ায় বিনাভোটে উপজেলার চেয়ারম্যান হয়ে নিজের আখের গুছিয়েছে। তার বিষয়ে দুদক অনুসন্ধান করলে অনেক দুর্নীতি বেরিয়ে আসবে। তিনি উপজেলাতো দুরের কথা ইউনিয়নের মেম্বার পদেও ভোট পাবে না। কারণ তিনি আওয়ামীলীগের বড় পদ দখল করে রাখলেও কোন কর্মী তৈরী করতে পারেনি। বরং বন্দর আওয়ামীলীগকে ধ্বংস করেছে। তারমত লোককে বর্জন করার আহবান জানাই। তবে বন্দরের বিভিন্ন পর্যায়ের সচেতন নাগরিকরা বলেছেন, নির্বাচনে প্রভাব বিস্তার করে ফলাফল পাল্টে দেয়ার সুযোগ বন্দরে না হওয়ার সম্ভবনা দেখা যাচ্ছে সা¤প্রতিক সময়ে নির্বাচন কমিশনের বক্তব্যে। সুষ্ঠ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট হলে লড়াইটা শেষ পর্যন্ত ত্রি-মুখীই হবে। কারণ নির্বাচনের মাঠে তিন প্রার্থীর ভোটের নানা অংক কষছেন ভোটাররা। সবমিলিয়ে ৮ মে শেষ হাসি কে হাসবেন তা দেখার অপেক্ষায় বন্দরবাসী। এদিকে এ নির্বাচনে ব্যালটে ভোটগ্রহণ করা হবে এবং স্বচ্ছতার জন্য ব্যালট পেপার সকালে কেন্দ্রগুলোতে পাঠানো হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কোনো প্রকার সহিংসতা বা বিশৃঙ্খলা হয়নি। শান্তিপূর্ণ পরিবেশেই এ নির্বাচন সম্পন্ন করতে পারবো বলে আশা করছি।’ রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল রাতের মধ্যেই বন্দর উপজেলা পরিষদ কার্যালয় থেকে ঘোষণা করা হবে। পরবর্তীতে ৯মে সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে অনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৭
  • ২০:০০
  • ৫:১৬

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:০৫ | Comments Off on কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪