
ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল মঙ্গলবার ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নারায়ণগঞ্জে সকাল ৮ টা থেকে আড়াইহাজার, রূপগঞ্জ ও সোনারগাঁয়ে ৪২৩টি ভোটকেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। আড়াইহাজারে প্রার্থীর ভোট বর্জন, সোনারগাঁ ও আড়াইহাজারে জাল ভোট দেয়ার কারণে ও এজেন্টকে মারধরের কারনে ৪জনের কারাদন্ডসহ রূপগঞ্জে জাল ভোট দিতে এসে দুই যুবক আটক ও সোনারগাঁয়ে যুবরীগ নেতারা ভোট দিয়ে ফেসবুকে ভাইরাল করার ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ। সোনারগাঁ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার ও বর্তমান ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু। রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান (দোয়াত কলম প্রতীক) এবং রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু হোসেন রানু (আনারস প্রতীক) নির্বাচন করছেন। আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম নির্বাচন করছেন। আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহজালাল বিভিন্ন অভিযোগ এনে দুপুরে ভোট বর্জন করেছেন। তিনি বলেন, আমি এ নির্বাচন মেনে নিতে পারছি না। আমি চাই এখানে পুনরায় ভালো একটি নির্বাচন হোক। আমি নির্বাচন কমিশন ও প্রশাসনের লোকজনের কাছে প্রমাণাদির ভিত্তিতে নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। আমি এ নির্বাচন বর্জন করলাম। তিনি বিকেলে আড়াইহাজারের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের কথা জানান। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে আমার সারাদিনের অভিজ্ঞতায় ও যতটুকু প্রমাণ আমি পেয়েছি প্রমাণাদি নিয়ে সেগুলো তুলে ধরছি। আড়াইহাজার উপজেলায় আমি ১৩৯টি কেন্দ্রে আমার এজেন্ট দিয়েছি। গত রাত থেকে আমার এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে তারা যেন উপস্থিত না হয়। এজেন্টদের না পেয়ে তাদের আত্মীয়স্বজনদের হুমকি দেওয়া হয়েছে। কালাপাহাড়িয়া এলাকায় আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। আমার এজেন্টদের মারধর করে বিদায় করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সকাল থেকে এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। কিছু কেন্দ্রে আমার এজেন্ট ছিল, সেসব জায়গায় ভোটের পার্সেন্টেজ খুবই কম। আপনারা দেখেছেন ভোট পড়ছে ৩/৪ শতাংশ। আমার এজেন্টরা অনেক কেন্দ্রে ছিল। তাদের বের করে দিয়ে ১২টার পর থেকে তারা প্রতিটি কেন্দ্র দখল করে নিয়েছে। প্রশাসনের কাছে আমি অভিযোগ করেছি, তারা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছে। একটি কেন্দ্রে একজনকে দুই বছরের কারাদÐ দেওয়া হয়েছে। তিনি যুবলীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই। কেন্দ্রগুলোতে তারা প্রভাব খাটিয়ে আমার এজেন্টদের বের করে দিয়েছেন। আড়াইহাজারের আজকের নির্বাচন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন চাচ্ছেন তেমনটি হয়নি। মানুষ ভোট দিতে যায়নি। ২-৩ শতাংশ বেশি ভোট পড়েনি। যেখানে সিল মেরেছে সেগুলোর ব্যাপারে এখনও আমি জানি না। আড়াইহাজারের শৃভুপুরা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এক প্রার্থীর এজেন্টকে মারধর করায় এক যুবককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত যুবকের নাম জাহিদুল ইসলাম ভূঁইয়া (৪৫)। লক্ষীবরদী এলাকার মৃত ছমিরউদ্দীন ভূঁইয়ার ছেলে সে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি। জানা গেছে, খাগকান্দা ইউনিয়নের ওই কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী আলহাজ শাহাজালাল মিয়ার দোয়াত কলম প্রতীকের এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয় থানা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়ার ভাই জাহিদুল ইসলাম ভূঁইয়া। জাহিদুল ইসলাম অপর প্রার্থী সাইফুল ইসলাম স্বপন এর ঘোড়া প্রতীকের সমর্থক বলে জানা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুর রহমান এ সাজা প্রদান করেন। এব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি জানান, সকালের দিকে এ ঘটনা ঘটে। ওই যুবককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত যুবক কোন পোলিং এজেন্ট ছিলেন না। এদিকে রূপগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার সময় দুজন যুবককে আটক করা হয়েছে। দুপুরে উপজেলার মাঝিনা মৌজার আহমদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। আটক দুজন হলেন- মাঝিনা এলাকার আলী হোসেনের ছেলে ইমরান হোসেন ও আব্দুল জলিলের ছেলে মফিজুল ইসলাম। সরেজমিনে ঘুরে দেখা যায়, ভোট কেন্দ্রে কয়েকজন যুবক লাইনে দাঁড়িয়ে ছিল। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন যুবক দৌড়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় দুজন যুবক কে ভোট দেয়ার বিষয়ে প্রশ্ন করলে, তারা সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করে। পরে তাদের আটক করা হয়। ওই দুই যুবক ইতোপূর্বে ভোট দিয়ে ফের ভোটদের লাইনে দাঁড়িয়ে থাকার কথা স্বীকার করেছে। এ সময় পুলিশ তাদের আটক করেছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনিসুর রহমান বলেন, এ বিষয়ে কন্ট্রোল রুমে ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা এসে ব্যবস্থা গ্রহণ করবেন। অপরদিকে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিয়ে ধরা পড়ার পর এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলার বারদি ইউনিয়নের দলরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত হলেন আবু হানিফ (১৯) দলরদী গ্রামের কবিরের ছেলে। জানা যায়, জাল দিতে আসা যুবকের নাম আবু হানিফ, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামের সমর্থক। সে ঘোড়া প্রতীকে জাল ভোট দিতে গিয়ে ধরা পরে। এসময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদÐ দেন। এছাড়া ৫ হাজার টাকা অর্থদÐ অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদÐ দেয়া হয়। সোনারগাঁ আওয়ামীলীগের নেতা সোহাগ রনি প্রকাশ্যে ভোট দিয়ে ব্যলটে সিল দেয়া ছবি ফেসবুকে আপলোড করায় সমগ্র নারায়ণগঞ্জ জুড়ে তোলপাড় চলছে। খোদ আওয়ামীলীগের স্থানীয় শীর্ষ নেতারা সোহাগ রনির এই আচরণকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ বলে মন্তব্য করে বলেছেন, সোহাগ রনির এই আচরনে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের ভাবমূতি ক্ষুন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে সিলযুক্ত ব্যালট প্রকাশ্যে প্রদর্শন ও এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন আওয়ামী লীগের এক নেতা। সকালে মোগড়াপাড়া এইচ জি জি এস সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সোহাগ রনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯