আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:৩৬

না’গঞ্জের রাজনৈতিক অঙ্গন স্তব্ধ

ডান্ডিবার্তা | ২৩ মে, ২০২৪ | ১১:০০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিরাজ করছে নীরবতার রাজনীতি। নির্বাচনের আগ মুহুর্তে জেলার রাজনীতিতে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে উত্তপ্ততা বিরাজ করলেও সেই উত্তপ্ততা এখন আর দেখা যায় না। তবে, সাধারন মানুষের ভোটাধিকার ফেরতসহ গনতন্ত্র রক্ষার্থে হাজারো মামলার আসামি হতেও পিছপা হবে না বলি জানিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ। অপরদিকে, নির্বাচনের আগ মুহুর্তে বিভিন্ন সভা সমাবেশে ক্ষমতাসীনদলের প্রার্থীরা বিএনপির আন্দোলনের নামে কোন ধরনের নাশকতা না করার জন্য বারংবার অনুরোধ করেন নারায়ণগঞ্জের প্রভাবশালী সাংসদ একেএম শামীম ওসমান। সূত্রমতে, গত বছরের ২৮ অক্টোবরের পর থেকে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একের পর এক আন্দোলন চালিয়ে আসছিল মাঠের প্রধান বিরোধীদল বিএনপি। লাগাতার অবরোধ এবং হরতালসহ চোরাগোপ্তা হামলার মাধ্যমে নাশকতার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। এমনকি নির্বাচনের আগের রাতে কেন্দ্রে হামলারও পরিকল্পনা করেছিল তারা। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে গণধোলাইয়ের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অবরোধ এবং হরতাল পালনকালে জেলার বিভিন্নস্থানে নাশকতার অভিযোগ এনে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এমনকি নির্বাচনী আগ মুহুর্তে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির একাধিক নেতৃবৃন্দকে গ্রেপ্তারও করেন। এব্যাপারে মন্তব্য করতে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ক্ষমতাসীনদলের কুটনৈতিক তৎপরতায় বিএনপি পরাজিত হয়েছে। বিএনপি বিভিন্ন দাবি ধাওয়া নিয়ে যে আন্দোলন করেছে তা সফলতা পায়নি বিএনপির ভিতরে ঘাঁপটি মেরে থাকা সরকারীদলের এজেন্টদের কারনে। উল্টো আন্দোলন করতে গিয়ে বিভিন্ন মামলার আসামি হয়ে পলাতক জীবন পার করছেন। দলের ভিতরে ঘাঁপটি মেরে থাকা ক্ষমতাসীনদলের এজেন্টদের চিহ্নিত করার মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেয়া দলটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। ইতিমধ্যে, কয়েকজন দালালের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নিলেও তা চলমান রাখার পরামর্শ দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। এদিকে সদস্য, অনুষ্ঠিত হওয়া দ্বাদশ নির্বাচন বর্জনসহ অবৈধ এ সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন বিএনপি। জনগনের ভোটাধিকার রক্ষা এবং ড্যামি নির্বাচন বর্জনের দাবিতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ বিএনপি আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন নারায়নগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন। অপরদিকে, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই বলেন, বিএনপির গালে চপোটগাত ঘরে জনগন স্ফতস্ফুতভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করেছেন। দ্বাদশ নির্বাচনকে ঘিরে বিএনপি নানা ধরনের নাশকতার চেষ্টা করলেও নারায়ণগঞ্জের সাধারন মানুষের প্রতিরোধের মুখে তাদের ছায়াও দেখেনি সাধারন মানুষ। শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পূনরায় তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে বলে তিনি দাবি করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা