আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ৯:০৪

বিশ^াসহীনতায় এখনকার রাজনীতি!

ডান্ডিবার্তা | ০৮ জুন, ২০২৪ | ১০:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। যে যখন সুযোগ পায় সে তখন তা লুফে নেয়। আর ক্ষমতা পেয়ে নেতাদের হয়ে পোয়াবার। বিভিন্ন সেক্টর দখল। মাঠ ঘাট দখল, রাস্তা ও স্ট্যান্ড দখল। শ্রমিক সংগঠনের নামে নেয়া হয় চাঁদা। সেই চাঁদার টাকা সকল স্তরে ভাগবাটোয়ারা করে রাতারাতি হয়ে যান আঙ্গুল ফুলে কলা গাছ। এক সময় যাদের রিকশায় চড়ার টাকা পকেটে থাকত না তারা ক্ষমতার স্বাধ পেয়ে হয়ে যান গাড়ি বাড়ির মালিক। হাকিয়ে চলেন দামি দামি গাড়ি। এই হলো রাজনীতি করা সুবিধা। আর যদি বিরোধী দলে থাকা হয় তবে সইতে হয় নানা বঞ্চনা ও লাঞ্ছনা। শিকার হতে হয় হামলা মামলার। তার পরও ক্ষমতায় যাওয়ার আশায় মারতে থাকেন লম্ফজম্ফ। এভাবেই চলে আসছে বর্তমানে রাজনীতির ধারা। কিন্তু এক সময় রাজনীতি ছিল জনগণের সেবা করা। কিন্তু এখন রাজনীতি হলো নিজের আখের গুছানো আর কর্মীদের তোশামদ পাওয়া। যার কারনে আজ রাজনীতি কুলশিত হয়ে গেছে। রাজনীতির ইতিহাস ঘাটলে দেখা যায়, এমন নেতা ছিলেন যার ঘরে খাবার ছিল না, কর্মীরা চাঁদা দিয়ে নেতার সংসার চালাতো। আর নেতার কথায় কর্মীরা জীবন দিতে প্রস্তুত হয়ে যেত। কিন্তু এখন রাজনীতি হলো যেখানে স্বার্থ আসে সেখানে নেতার পিছনে কর্মী আছে। যেখানে স্বার্থ নেই নেতা যতই ভাল হউক তার পিছনে কর্মী নেই। অনেকে রাজনীতি করেন নিজের পরিচিত বাড়ানোর জন্য আর পকেট ভারি করার জন্য আবার অনেকে রাজনীতি করেন দেশের স্বার্থে ও জনগলের স্বার্থ রক্ষার জন্য। সেই সকল নেতার আজ অনেক অভাব। যারা এই ধরনের মন মানসিকা নিয়ে রাজনীতি করতে আসেন তারা অতি দ্রæত ঝড়ে যান। কারণ তাদের পিছনে বিনা স্বার্থে কর্মীরা থাকেন না। আবার এমন নেতাও রয়েছেন যার রাজনীতি করা নেশা। সে কিছু পেল আর নাই পেল কিন্তু রাজনীতি করতে হবে। তার সংসার গোল্রায় যাক সেদিকে চিন্তা নেই। বন্দর এমন নেতাও রয়েছে যার সন্তানের লেখা পড়ার জন্য স্কুলের ফি কমানোর জন্য দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। তবু তিনি নেতা। রাজনীতির এমন সময় ছিল যে সময় নেতার ডাকে বাধ ভাঙ্গা জোয়ারের মত কর্মী সমর্থকসহ সাধারণ মানুষ রাস্তায় নেমে ফারাক্কা বাধ নির্মান বিরোধী লং মার্চ, নেতার ডাকে যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়া, আবর নেতাকে কারামুক্ত করতে বিপ্লব ঘটানো মত ঘটনা ঘটেছে। কিন্তু এখন আর জনগণ রাজনৈতিক নেতাদের বিশ^াস করতে পারছেনা। যার কারনে নেতাদের ডাকে মানুষ সাড়া দেয় না। ভোটের সময় ভোট কেন্দ্রে আসা আগ্রহ হারিয়ে ফেলেছে। সাধারণ মানুষ মনে করে এখন আর রাজনীতিবিদরা দেশ ও জনগণের জন্য নিজেদের জন্য রাজনীতি করে। তাই তাদের পিছনে গিয়ে লাভ নেই। সাধারণ মানুষ মনে করেন, রাজনীতিবিদরা হলো স্বার্থের জন্য মানুষকে বিভিন্ন প্রলোভন দেখায় স্বার্থ শেষ হয়ে গেলে আর কাউকে তারা চেনেন না। এখন সাধারণ মানুষ মনে করে রাজনীতি হলো ব্যবসা। এ ব্যবসায় যে যত চালান খাটাবে এক সময় তা সুদসহ উঠিয়ে নেবে। যার কারনে রাজনীতিবিদরা সাধারণ মানুষের কাছ থেকে বিশ^াস হারিয়ে ফেলেছেন। তাই এখন রাজনৈতিক আমেজ নেই। এখন শুধু যাদের রাজনীতি পেশা তারাই শুধু লাফালাফি করেন। এতে সাধারণ মানুষের আগ্রহ নেই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা