
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, “আমরা যে কোনোভাবেই হোক এ শহরটাকে পরিস্কার রাখতে চাই। শহরের সমস্ত নাগরিকের কাছে অনুরোধ আসুন, এই শহরটাকে বাঁচাতে হলে শহরটা পরিস্কার করতে হবে। শহর পরিস্কার রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আপনাদের পাশে আছি। নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে।” গতকাল সোমবার দুপুরে ফতুল্লা বাজার এলাকায় স্থাপিত একটি ডাস্টবিন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা ইউনিয়নের বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে এই ডাস্টবিন স্থাপন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে সিটি করপোরেশনের বাইরে আরও ১০০টি ডাস্টবিন স্থাপন করা হবে। ডিসি জাহিদুল ইসলাম জানান, গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় ইতোমধ্যে এক লাখ বৃক্ষরোপণ, খাল পরিস্কার এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা খাল খনন করতে গিয়ে ৩ হাজার ৫০০ ট্রাক ময়লা পরিস্কার করেছি। কিন্তু পরিস্কার করার পরও অনেকেই অসচেতনভাবে খালে ময়লা ফেলছে। মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ, সাইনবোর্ড স্থাপন এবং এখন ডাস্টবিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, প্রতিটি ইউনিয়নে আবর্জনা সংগ্রহের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং সংগ্রাহকদের মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন, ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানি কর, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমসহ ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯